ঝিকরগাছা প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পাখিদের আবাসস্থল রক্ষার্তে যশোরের ঝিকরগাছায় গাছে গাছে ভাড় টাঙ্গিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিলেন দুই সমাজসেবক।বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংধনু সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন,পানিসারা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাসনা হেনা, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ জবেদ আলী, সমাজসেবক জাফর ইকবাল, আলমগীর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসী মিলে পরিবেশের ভারসম্য রক্ষায় গাছে গাছে শতাধিক মাটির ভাড় টাঙ্গিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দেন।এবং সমাজে বিশেষ অবদান রাখার জন্য সেচ্ছাসেবী সংগঠন রংধনু সভাপতি এম এ সুমনের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *