সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের ৩ ডজন মামলা এবং একাধীক হামলার শিকার ভোগান্তিতে ইউনিয়নের হাজার হাজার মানুষ। সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মাষ্টার আবু দাউদের পুত্র শেখ আব্দুর রহিম। পারিবারিক স্বচ্ছলতা বজায় রাখার জন্য ১৯৯৯ সালে ইউরোপ মহাদেশের “গ্রিস” বিদেশ যায়। দীর্ঘ ১ যুগ পার করে ২০১২ সালে দেশে ফিরে আসে শেখ আব্দুর রহিম। বিভিন্ন দানদক্ষিনায় কেড়ে নেয় এলাকার মানুষের মন। এলাকার মানুষের চোখে পড়ে শেখ আব্দুর রহিমের উপর। এলাকার মানুষের অনুরোধে নির্বাচনের জন্য রাজি হয়। শুরু হয় নির্বাচনের বিভিন্ন প্রচার, প্রচারণা। ইউনিয়নের সর্বসাধারণ খেটে খাওয়া গরীব অসহায় মানুষ আনান্দে উৎফুলিত। গত ২২ মার্চ ২০১৬ তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করলেও প্রতিদন্দী প্রার্থী আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমের সাথে ভোট বাক্স নিয়ে গোলযোগ সৃষ্টি হয়। ২৩ মার্চ ২০১৬ তারিখের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা হয় যার নং-২৪/২৫/২৬। পরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ৩১ অক্টোবর ২০১৬ তারিখে চেয়ারম্যান আব্দুর রহিমকে জয়ী ঘোষণা করেন। জয় লাভের পর রাজনৈতিক পথ বেছে নিয়ে ১০৮ সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়, শ্যামনগর এসএম জগলুল হায়দারের হাতে ও বাগেরহাট ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় শেখ হেলালের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে কৈখালী ইউনিয়নকে ডিজিটালে রুপান্তরিত করতে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের কার্যক্রম গুলো ছিলো লক্ষ্যনীয়। ইউনিয়ন পরিষদ সেবা দেওয়ার জন্য সকাল ১০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। অসহায় মানুষকে সাহার্য্য সহযোগীতা এবং নাগরিক সনদ, চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ, ট্রেড লাইসেন্স, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্ব ভাতা, জেলে বাওয়ালীদের কাড সহ বিভিন্ন কার্ড সঠিক বন্টনের মাধ্যমে প্রদান করে থাকেন। তবে তার স্বচ্ছতার প্রভাব পড়ে কুচক্রীয় মহলের উপর। শুরু হয় চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নামে বিভিন্ন মিথ্যা মামলায়। হয়রানী হয়রানীর শিকার হয় চেয়ারম্যান সহ তার পরিবার। অহেতুক চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে জামায়াত, বিএনপি এবং রাজাকার পুত্র হিসাবে বিভিন্ন চিহ্নিত করার জন্য ফেসবুক সহ বিভিন্ন গনমাধ্যমকে ভুলবুঝিয়ে প্রচার দিয়ে আসছে। চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ৩ ডজন মামলা এবং একাধীক হামলার শিকার। মামলার বিবারণী মামলা নং ০৫-০১-২০২০ তারিখে মামলা নং ০৫/০৫ নারী ও শিশু নির্যাতন, ১৬-১২-২০১৯ তারিখে মামলা নং ২১/৪০৮ সরকারী কর্মচারীর উপর হামলা, ২১-০৬-২০১৯ তারিখে মামলা নং ৩১/১৮৬ শ্লীলতাহানি, ০৭-১০-২০১৮ তারিখে মামলা নং ৩৮৫৩/১৮ নাশকতা, ৩০-০৯-২০১৮ তারিখে মামলা নং ২২/২১৭ নাশকতা,২৩-০৯-২০১৮ তারিখে মামলা নং ২২১/১৮ নাশকতা, ০৮-০৬-২০১৮ তারিখে মামলা নং ১২৮/১৮ পরিকল্পিত হামলা, ১৯-১১-২০১৭ তারিখে মামলা নং ২৩/৪৪২ জোরপূর্বক সম্পত্তি দখল, ১৫-০৩-২০১৭ তারিখে মামলা নং ৩৮/১৭ নাশকতা, ১৭-০২-২০১৭ তারিখে মামলা নং ২২/৬২ গুম, ২৪-০৮-২০১৭ তারিখে মামলা নং ৩৯/৩৪৪ ধর্ষণ, ৩০-০৬-২০১৬ তারিখে মামলা নং ৫৬/২৪৭ দলীয় অফিস ভাংচুর সহ যদিও সবগুলো মামলার স্বাক্ষীরা এফিডেফিট না করে দিলেও ১ ডজন মামলার স্বাক্ষীর এফিডেফিটের বিবারণী ২১-০৩-২০১৭ তারিখে ৪৯১ এফিডেফিট মূলে ৩ জন, ২২-০৩-২০১৭ তারিখে ৯৯৬ এফিডেফিট মূলে ১ জন, ০৯-০৪-২০১৭ তারিখে ১৩০৫ এফিডেফিট মূলে ১ জন, ০৫-০৩-২০১৭ তারিখে ২৬৭/১৭ এফিডেফিট মূলে ৩ জন, ৩১-০৫-২০১৭ তারিখে ১৭২২ এফিডেফিট মূলে ১ জন, ০৭-০৬-২০১৭ তারিখে ১৭৯০ এফিডেফিট মূলে ১ জন, ০৬-০৯-২০১৭ তারিখে ১৫৮৬ এফিডেফিট মূলে ২ জন, ২৩-১১-২০১৭ তারিখে ৩১৯৭ এফিডেফিট মূলে ২ জন, ০৮-০৩-২০১৮ তারিখে ৩৯২ এফিডেফিট মূলে ২ জন, ১৮-১০-২০১৮ তারিখে ১৫০০ এফিডেফিট মূলে ১ জন , ২০-০৫-২০১৮ তারিখে ৫৯৫ এফিডেফিট মূলে ১ জন, ২৩-০২-২০২০ তারিখে ৩২২ এফিডেফিট মূলে ১ জন, ১৬-০৫-২০২০ তারিখে ১৮৩/২০ এফিডেফিট মূলে ১ জন প্রায় সময়ে দেখা গেছে হামলার শিকার হলে বিভিন্ন গনমাধ্যমে সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় ১৭-০২-২০১৭, ২০-০২-২০১৭, ২৫-০২-২০১৭, ২২-০৪-২০১৭, সংবাদ প্রকাশিত হয়। এবং কয়েকটি মামলার বিষয়ে ১৫-০৫-২০১৭ তারিখে শ্যামনগর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের প্রত্যয়ন পত্র, শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়ন পত্রও দেন। চেয়ারম্যান শেখ আব্দুর রহিম তার প্রতিদন্দী কর্তৃক বিভিন্ন মিথ্যা মামলা ও হামলার শিকার হয়ে অপারক হয়ে পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা, বরাবর একটি অভিযোগ দ্বায়ে করেন। অভিযোগের প্রেক্ষিতে স্বারক নং-৪৪.০১.০০০.০৩৬.০৫.০১০.১৭-১০৫৪, তারিখ-১৩-০৯-২০১৭ এর অভিযোগের প্রেক্ষিতে মির্জা সালাউদ্দীন, সিনিয়ার সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল, সাতক্ষীরা অনুসন্ধান প্রতিবেদনে বলেন যে, শ্যামনগর থানায় ২০-১১-২০১৭ তারিখের মামলা নং ২৫, ১৭-১১-২০১৭ তারিখের মামলা নং ২৩, ২৯-১১-২০১৭ তারিখের মামলা নং ৩২, ১৬-০২-২০১৭ তারিখের মামলা নং ২২, ১২-০৩-২০১৭ তারিখের মামলা নং ১৮, ২৪-০৮-২০১৭২০-১১-২০১৭ তারিখের মামলা নং ৩৯। সার্বিক পর্যালোচনায় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও তার আতœীয় সমার্থকদের বিরুদ্ধে রুজুকৃত ৬টি মামলার মধ্যে ৫টি মামলা প্রাথমিকভাবে মিথ্যা এবং অপরটি ঘটনার ভুলবোঝাবোঝি বলে প্রতীয়মান হয়েছে। এবং অভিযোগকারী চেয়ারম্যান শেখ আব্দুর রহিম তার আতœীয় ও সমর্থকরা যেন প্রতিপক্ষের দ্বারা হয়রানীর শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য ওসি শ্যামনগর থানাকে নির্দেশ দেন। তার পরও থেমে নেই চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নামে মিথ্যা




Leave a Reply

Your email address will not be published.