সমাজের আলো : বিরোধপুর্ণ জমি নিয়ে আপন ভাই ও বোনের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া-নৈকাটি গ্রামে।
আহত ফতেমা বেগম (৪২), তার ছেলে আবু বক্কার (২২)সহ প্রতিপক্ষের সফিকুল গাজী (৫৩), সফিকুল ইসলাম (৪৭), নুরজাহান (৩৫), তার ছেলে নুর জামাল (১৭) ও খোকন গাজী(৪৩) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।জানা যায় পৈত্রিকভাবে প্রাপ্ত নিদয়া-নৈকাটি মৌজার একটি জমি নিয়ে সফিকুল ইসলাম ও ফাতেমা বেগম নামের আপন দুই ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ফতেমা খাতুন লোকজন নিয়ে বিরোধীয় জমিতে কাজ করতে গেলে তার ভাই সফিকুল ইসলাম লোকজন নিয়ে তাতে বাঁধা দেয়। বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১০জন আহতসফিকুল ইসলামের ছেলে সাহাবুদ্দীন জানায়, ফুফু লোকজন নিয়ে বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে কাজ করতে গেলে তার পিতা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফুফুর লোকজন তাদের উপর হামলা করে। আইনের আশ্রয় নিতে তারা মামলা করবেন বলেও জানায় সাহাবুদ্দীন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, সংঘর্ষের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.