শ্যামনগর প্রতিনিধি। । বাংলাদেশ এনভায়রনমেন্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর আয়োজনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে জেলে ও হত দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বেডস নির্মিত সাইক্লোন শেল্টার ও টেনিং সেন্টারে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার ‘ত্রাণের বিনিময়ে ম্যানগ্রোভ রোপন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেকটি পরিবার ১০টি করে ম্যানগ্রোভ গাছ রোপনের শর্ত সাপেক্ষে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করে। ত্রাণ বিতরণের পূর্বে সকলের অংশগ্রহণে কুলতলী নদীর চরে ১৫০০টি ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হয়। বিতরণকৃত ত্রাণের প্রতিটি বস্তায় ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি লবণ, ১০টি মাস্ক ও ৫টি করে সাবান। একইসাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের মাঝে বীজ ও সেলাই কার্যক্রম পরিচালনার জন্য ৪০ জনের মাঝে প্রদান করা হয় সেলাইয়ের সামগ্রী। আম্পানে ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র জেলে পরিবারের ১৫০টি সুন্দরবন উপকূলীয় দরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেডস্ এর প্রধান নির্বাহী মো. মাকছুদুর রহমান। এছাড়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেডস্ এর হেড অফ একাউন্টস এ্যান্ড এইচ আর মো. আলামিন গাজী, মার্কেটিং অফিসার নুরুল আমিন অপু, পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এম এ খালেক এবং মাঠকর্মী হরিপদ মন্ডল ও জয়দেব সরদার।




Leave a Reply

Your email address will not be published.