রবিউল ইসলাম: “যুক্তির আলোয় ঘুচে যাক অন্ধকার-মুজিব বর্ষে এই হোক অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন অংশ গ্রহণে অনলাইনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথি বক্তব্যে অনলাইন বিতর্ক প্রতিযোগিয় অংশ গ্রহণের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া তিনি উপজেলা প্রশাসনকে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানান। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন। বিচারক হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক ড.প্রতাপ কুমার রায়। বিচারক আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি প্রনব কুমার বিশ্বাস। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, ছাত্রী জান্নাতুল আরিয়া জেরিন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান




Leave a Reply

Your email address will not be published.