স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার সাবরেজিস্টার অফিসের দলিল লেখকদের মধ্যে বিসমিল্লাহ সেরেস্তা নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাবুরা ইউনিয়নের আলেয়া বেগম নামে একজন মহিলা তার পিতার জমির অংশে পাওয়া তার ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সেরেস্তায় এসে দলিল লেখেন। এসময় দশ কাটা জমি লিখে দেওয়ার কথা বললেন আলেয়া বেগম। সেইমতেই দলিল লেখকের বিসমিল্লাহ সেরেস্তা দশ কাটা জমি লিখে দেন। কিন্তু পরবর্তিতে গোপনে আলেয়ার ভাইয়ের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে আরও একটি দলিল করে কৌশলে স্বাক্ষর করে নেন সেরেস্তা লোকজন। গ্রামের সহজ সরল নারী হওয়ায় আলেয়া বেগম তার ছেলের কাছে জানতে চাই এতো স্বাক্ষর করে নিচ্ছে কেনো। এসময় আলেয়া বেগমের ছেলে আমানউল্লাহ দুইটি দলিলে স্বাক্ষর নিতে দেখে ফেলেন। এই ঘটনায় আলেয়ার ছেলে প্রতিবাদ করলে তড়িঘড়ি করে বিসমিল্লাহ সেরেস্তার কর্মচারী দলিলে স্বাক্ষরের ওই খান থেকে একটু ছিড়ে দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন। এই ঘটনা ঘটেছে বুধবার দুপুরের দিকে উপজেলা সাবরেজিস্টার অফিসের রুমে। এই ঘটনা জানাজানি হলে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবং চায়ের টেবিল সরগরম হয়ে উঠে।

আলোচনা সমালোচনার ঝড় উঠেছে বিসমিল্লাহ সেরেস্তার বিরুদ্ধে। কেউ কেউ বলেছেন গ্রামের সহজ সরল লোকজন এমন সেরেস্তায় এসে দলিল করলে মহা বিপদ ঘটবে। এর আগেও এমন ঘটনা ঘটেছে কিনা সেও সন্দেহ ওঠে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ সেরেস্তার পরিচালক আলহাজ্ব মাহাবুবুর রহমান এর কাছে দলিল লিখে নিলেও দলিল দিতেও গড়িমসি করে বলেও অভিযোগ উঠেছে৷ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিসমিল্লাহ সেরেস্তার পরিচালক আলহাজ্ব মাহাবুবুর রহমান। তিনি বলেন, আমি অফিসে না থাকায় আমার কর্মচারি ভুল করে আগের লেখা দলিলে স্বাক্ষর করে নিয়েছিল। সেটা আমরা ছিড়ে ফেলে দিয়েছি। এদিকে সেরেস্তার সমিতিতে মোটা অংকের টাকা বিসমিল্লাহ সেরেস্তার পরিচালক মাহবুবুর রহমানের কাছে রয়েছে বলেও অভিযোগ তুলেছে স্থানীয় সেরেস্তার পরিচালকেরা।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *