রবিউল ইসলাম : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মিন্দিনগর গ্রামের মৃত সন্তোষ মন্ডলের পুত্র পঞ্চানন মন্ডল (৫২) নিজ বসতভিটা সংলগ্নে একটি নিম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।পরিবার সূত্রে জানা যায়, গত ৪ই জুন ভোর ৪টার দিকে সবার অলক্ষে নিম গাছের ডালে গলায় দড়ি সে দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী জানান, রাত্র ৩টার দিকে বিছানা থেকে উঠে যায় সে, কিছুক্ষণ পরে স্বামী ফির ছেনা দেখে পাশ্ববর্তী ঘেরে থাকা ছেলে পলাশ মন্ডলকে ডাক দেয় সে।অতঃপর ছেলে পলাশ মন্ডল এসে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর দেখতে পায় পুকুর পাড়ের একটি নিম গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার বাবা পঞ্চানন মন্ডল। সাথে সাথে পলাশ মন্ডল ও তার ছোট কাকা পীযূষ মন্ডলের সহযোগিতায় গাছ থেকে দড়ি কেটে নামিয়ে বাড়ীতে এনে দেখতে পায় তিনি বেঁচে নেই। নিহতের ছোট ভাই পীযূষ মন্ডলের কাছে তার বড় ভাইয়ের আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, আমার দাদা পঞ্চানন একজন সহজ- সরল মানুষ ছিল। একই গ্রামের ধোপাখালী পাড়ার সিরাজ শেখ এর ছেলে লোকমান শেখ ও কৈখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মিন্দিনগর গ্রামের মোমরেজ গাজীর ছেলে ফজলু গাজী বিগত কয়েক মাস যাবত একলাখ টাকা চাঁদার দাবিতে দাদাকে বিভিন্ন সময় দাদার তিন বিঘা জমি দখলসহ মিথ্যা মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতো। এছাড়া তিনি আরও জানান, আত্মহত্যা করার কয়েক ঘন্টা আগে লোকমান শেখ দাদাকে ফোন করে টাকা না দিলে তিন বিঘা জমি দখল করে নেয়া সহ বিভিন্ন হুমকি প্রদান করে। এই কারণে আমার দাদা আত্মহত্যা করেছে বলে দাবী তার।




Leave a Reply

Your email address will not be published.