সাতক্ষীরার শ্যামনগরের হরিনগরে অভিযান চালিয়ে চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানি বের হওয়ার বাইরের অংশের ড্রেন থেকে এসব শিং ও বন্দুক উদ্ধার করা হয়।
স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। হঠাৎ খাদ্যগুদামের পানি বের হওয়ার ড্রেনে একটি বস্তায় হরিণের শিং জাতীয় কিছু দেখতে পেয়ে স্থানীয় নৌ পুলিশকে খবর দেই। পরে নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।
নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের চুনকুড়ি টহলফাড়ির ওসি মোঃ হারুন-উর-রশিদ বলেন, হরিণের শিংগুলো বছর খানেক আগের বলে ধারণা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.