সমাজের আলো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইনের বিরুদ্ধে খালের উপরে কালভার্ট তৈরী করে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জাকির হোসেন।প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রেরিত অভিযোগে মোঃ জাকির হোসের উল্লেখ করেন, তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত বেলেদন খালের উপরে ১টি কালভার্ট নির্মাণ করার জন্য ৩বছর পূর্বে চেয়ারম্যান ফারুক হোসাইনের স্মারণাপন্ন হন। চেয়ারম্যান ফারুক হোসাইন কালভার্ট নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়ে ৫০হাজার টাকা দাবি করে।

চেয়ারম্যানের কথায় বিশ্বাস করে তিনি ২৬হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা কাজ শেষ হওয়ার পরে দেওয়ার কথা বলেন। ইতোমধ্যে ৩বছর অতিবাহিত হয়ে গেছে। খালের উপরে কালভার্ট তৈরী না হওয়ায় তিনি চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান। কিন্তু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তালবাহনা শুরু করে। এবষিয়ে চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইন এর নিকট জানতে চাইলে বলেন, এবিষয়ে আমি কিছুই জানি না।




Leave a Reply

Your email address will not be published.