রাকিবুল হাসান ঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনাসূত্রে জানাগেছে যে, রমজাননগর গ্রামের মৃত অধীর চন্দ্র বৈদ্যের ছেলে রাধা চন্দ্র বৈদ্যর সাথে একুই এলাকার প্রভূদ চন্দ্র বৈদ্যর ছেলে সুশান্ত চন্দ্র বৈদ্য, মৃত রনজিৎ চন্দ্রের ছেলে নিরঞ্জন, অশোকের ছেলে প্রশান্ত, পরিমলের ছেলে অশোকের সাথে পৌত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো ৷ তারই প্রেক্ষিতে ১৫ মার্চ ২০২২ সকাল ৭ টার সময় রাধার অবর্তমানে তার মৎস্য জমির ভেড়ি ভেঙ্গে দেয়
সুশান্ত, নিরঞ্জন, প্রশান্ত, অশোকের সহ কয়েকজন ৷ এমন সংবাদে রাধার স্ত্রী রাধাকে মোবাইলে জানালে রাধা সহ তা স্ত্রী ঘটনাস্থলে গিয়ে দেখে তার জমির রাস্তা ভেঙ্গে দিয়ে তারা ফিরে আসছে ৷ রাধা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর জন্য বাড়ি ফিরে দেখে তার রান্না ঘরে আগুনে পুড়ছে এবং পাশ্ববর্তী এলাকার লোকজন নেভানোর চেষ্টা করছে৷ রাধাও নেভানোর চেষ্টা করে তার মধ্যে সব পুড়ে ছায় ৷ এ বিষয়ে আগুন নেভানোর চেষ্টার একাধিক ব্যক্তিরা বলেন, হঠাৎ আগুন দেখে নেভানোর চেষ্টা করে ৷ তবে কারা আগুন লাগিয়েছে এবিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এবং গোপন তথ্যে জানাগেছে যে, সুশান্ত বাড়ি ফিরে আগুন লাগিয়ে দেয় ৷
সুশান্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নিরঞ্জন বলেন, আমরা কিছুই জানি না ৷
এ বিষয় রাধা শ্যামনগর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছেন ৷ এ রির্পোট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুত চলছিল.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *