সমাজের আলো। । সাতক্ষীরার শ্যামনগরে আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পদে ঐ কলেজের উপাধ্যক্ষ জামায়াত নেতা জি, এম, আমির হোসেনকে নিয়োগ দেয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষুব্ধ রয়েছে। জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মোতাবেক শ্যামনগর আতরজান কলেজের প্রিন্সিপাল শূন্য পদে নিয়োগের জন্য ২০ অক্টোবর সাতক্ষীরার একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রিন্সিপাল পদে আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঐ কলেজের এস,এম, আফজালুল হক ২০ লক্ষ টাকার বিনিময়ে জামায়াত নেতা অত্র কলেজের উপাধ্যক্ষ জি,এম, আমির হোসেন কে প্রিন্সিপ্যাল পদে নিয়োগ দেয়ার সব প্রস্তুতি অনানুষ্ঠিকভাবে চুড়ান্ত করেছেন। এখন শুধু মাত্র সরকারি আইন জায়েজ করতে লোক দেখানো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এলাকাবাসী জানান, জামায়াত বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকাকালীন তখনকার জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যাবতীয় কাজ করেছেন এই উপাধ্যক্ষ। গাজী নজরুল এমপি’র রাজনৈতিক কর্মকান্ড থেকে যাবতীয় গোপন লেনদেন ও শালিস বিচারের দায়িত্ব ছিলো আমীর হোসেন এর উপর। শ্যামনগরের সর্বস্তরের জনগণ জানে। এতোদিন মানুষের মুখ বন্ধ থাকলেও আমীর হোসেনকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগের কথা এলাকায় ছড়িয়ে পড়লে একের পর এক বেরিয়ে আসছে আমীর হোসেনের কু-কর্মের কাহিনী। শ্যামনগর থানা সূত্রে জানা যায়, শ্যামনগর থানার মামলা নং-৪/৪০ তারিখ-০৮-০৩-২০১৮ ইং মামলার ২০নং আসামী এই আমীর হোসেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আমীর হোসেনের বিরুদ্ধে এই মামলায় আদালতে চার্জ গৃহীত হয়েছে। গত ২৪/১০/২০০৩ সালে সাতক্ষীরার একটি পত্রিকার এক খবরে প্রকাশ পায় গাজী নজরুল এমপি’র সাথে জি,এম, আমীর হোসেনের গোপন বৈঠক। এ ধরনের নানা তথ্য সম্বলিত খবরাদি এখন শ্যামনগরে অনেকের হাতে হাতে। এ ব্যপারে প্রতিবেদকের সাথে কথা হয় আতরজান মহিলা কলেজের সভাপতি এস এম আফজালুল হকের সাথে। তিনি বলেন, আমার তো কোন অভাব নাই।তাছাড়া আমাকে কেউ বলতে পারবে না, আমি কারো কাছ থেকে কোন কাজের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছি।কলেজের প্রিন্সিপাল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। তিনি আরো বলেন, আমি লোকমুখে শুনেছি, আমির হোসেন জামায়াতপন্থী ।কিন্তু কোন জামায়াতের কমিটিতে নাম আছে কিনা জানি না। এ ব্যপারে অভিযুক্ত উপাধ্যক্ষ জি,এম, আমির হোসেন বলেন, আমি পূর্বে জামায়াতের সাথে জড়িত ছিলাম। কিন্তু, বর্তমানে আর করি না। আমাকে প্রিন্সিপাল হতে দেবেনা বলে একশ্রেণির কুচক্রী মহল আমার নামে মিথ্যা নাশকতার মামলা দিয়েছে। এ বিষয়ে কথা হয় সাতক্ষীরা জেলা প্রশাসক এস, এ, মোস্তফা কামালের সাথে। তিনি বলেন, অভিযোগটি সবে শুনলাম। বিষয়টি জরুরী ভিত্তিতে যাচাই করাতে সংশ্লিষ্ট দপ্তরকে অভিহিত করব।




Leave a Reply

Your email address will not be published.