রবিউল ইসলামঃ শ্যামনগরের নীলডুমুরে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় আলাউদ্দিন মার্কেটে উপকূল সাংবাদিক ফোরাম ও বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার তাজুল ইসলাম, সাংবাদিক রনজিত বর্মন, টুরিস্ট পুলিশের এএসআই রবিউল ইসলাম, জলবায়ু পরিষদের কর্মকর্তা পীযূষ বাউলিয়া পিন্টু, সাংবাদিক বিল্লাহ হোসেন, প্রমূখ। সভা পরিচালনা করেন বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম । সভায় বক্তারা ১২ই নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা, দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, উপকূল রক্ষার্থে উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় এলাকার জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় খাবার পানি নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published.