রবিউল ইসলামঃ সাতক্ষীরার শ্যামনগরে ইজারা নেওয়া জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ায় বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে। গত রবিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে শ্যমনগর থানায় গত সোমবার (২১ ডিসেম্বর) মামলা করেছেন একই গ্রামের শিরিশ চন্দ্র মিস্ত্রীর ছেলে চিত্তরজ্ঞন মিস্ত্রী। মামলা নং ২৪/৪৭২। এজহার সূত্রে জানা গেছে, চিত্তরজ্ঞন মিস্ত্রীর বাবা শিরিশ চন্দ্র মিস্ত্রী ও কাকা রবীন্দ্রনাথ মিস্ত্রীর দীর্ঘ ৪০বছর যাবৎ সরকারি রাজস্ব পরিশোধ করে শ্যামনগর থানাধীন ৮১নং মুন্সিগঞ্জ মৌজার ৫৬৫নং খতিয়ানে ২৯টি দাগের মধ্যে ২.৫৬ একর জমি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছে। গত ২০ডিসেম্বর উক্ত সম্পত্তি থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের তেজেন্দ্র নাথ মন্ডলের ছেলে হরিপদ মন্ডল, ধুমঘাট গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে শুকুর আলী, জেলেখালী গ্রামের মনোরঞ্জন মিস্ত্রীর ছেলে শ্যামল মিস্ত্রী, ধুমঘাটের মনু গাজীর ছেলে বিল্লাল গাজী, জেলেখালীর মৃত নৃপেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে হরিদাস মিস্ত্রী ও একই গ্রামের মৃত হলধর মিস্ত্রীর ছেলে মনোরঞ্জন মিস্ত্রীসহ আজ্ঞাত আরো ১০-১৫জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ফসল কেটে জেলেখালীর শিতলা মায়ের মন্দিরের সামনে পৌছালে রবীন্দ্রনাথ মিস্ত্রী (৬৫) বাঁধা দেন। এসময় মো. বিল্লাল গাজীর হুকুমে হরিপদ মন্ডল ধারালো দা দিয়ে রবীন্দ্রনাথ মিস্ত্রীর মাথায় কোপ মারেন। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হত্যা নিশ্চিত করতে লোহার রড দিয়ে তার মাথায় আবারও আঘাত করার চেষ্টা করেন হরিপদ মন্ডল। বাম হাত দিয়ে ঠেকানোর ফলে রবীন্দ্রনাথ মিস্ত্রীর হাতে গুরুতর জখম হয়। আসামীরা তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারতে থাকেন। এসময় চিত্তরজ্ঞন মিস্ত্রীর ছেলে সুব্রত মিস্ত্রী রবীন্দ্রনাথ মিস্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে আসামীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আসামীরা সুব্রত মিস্ত্রীর কাছে থাকা ২৮হাজার টাকা মূল্যের মোবাইল এবং হাতে থাকা ৩৫হাজার টাকা মূল্যের সোনার আংটি কেড়ে নেয়। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে রবীন্দ্রনাথ মিস্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন। এ ব্যাপারে শ্যমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।




Leave a Reply

Your email address will not be published.