সমাজের আলো : সন্তানের প্রতি বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্প চিরচেনা। কিন্তু মেয়ে হওয়ার অপরাধে নিজের সন্তানকে অস্বীকার করেন কয়েকজন বাবা? তাইতো অধিকার চাইতে আদালতে ৩ বছরের শিশুকন্যা। বিচারকের কাছে দাবি ন্যায়বিচারের। বাবা মানে নির্ভরতার আকাশ, নিরাপত্তার চাদর- যিনি বটবৃক্ষের মতো সন্তানকে আগলে রাখেন। কিন্তু ৩ বছরের আয়েশার গল্পটা ভিন্ন। তার ছোট্ট জীবনে বাবার উপস্থিতি কখনও হয়েই উঠেনি। দোষটা অবশ্য আয়েশার। তার ছেলে হয়ে না জন্মানোটাই যে বাবা ইউনূস হাওলাদারের চোখে সবচেয়ে বড় অপরাধ। তাই তো অবুঝ শিশুটির জন্ম থেকে আজ পর্যন্ত বাবা তাকে দেয়নি নিজ সন্তানের স্বীকৃতি। কন্যার অধিকার আর মায়ের সংসার বাঁচাতে বৃদ্ধা নানীর হাত ধরে বুধবার (২৪ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয় আয়েশা। শিশুটির মা তাসলিমা জানান, কন্যা সন্তান হওয়ার পর থেকেই তাকে মারধর করা শুরু করেন স্বামী ইউনূস। দাবি করেন, ২ লাখ টাকা না দিলে ঘরে ঢুকতে দেবেন না স্ত্রী-কন্যাকে।




Leave a Reply

Your email address will not be published.