সমাজের আলোঃ শ্যামনগরে থ্যালাসেমিয়া সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র উদ্যোগে এবং শান্তা মারিয়া হাসপাতাল (আজিপতা) ও বারসিকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ ও ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

কর্মশালায় বক্তারা বলেন, ব্লাড গ্রুপের মত সব মানুষের জানা প্রয়োজন তার হিমোগ্লোবিনের খবর। সে কি ক্যারিয়ার (বাহক) নাকি নীরব সাফারার? এইটুকু কাজ হলেই হবে। যখন মানুষ জানতে পারবে, তখন দু’জন ক্যারিয়ার (বাহক) বিয়ে করবে না। বা যদি করেই ফেলে বাচ্চা পেটে আসলে ভ্রুণের পরীক্ষা করিয়ে নেবে।

কর্মশালায় বারসিকের গাজী আব্দুল আলিম, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক, সদস্য সচিব আনিসুর রহমানসহ সিডিও ইয়ুথ টিমের শতাধিক সদস্য ও শান্তা মারিয়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।




Leave a Reply

Your email address will not be published.