রাকিবুল হাসান : লিখিত অভিযোগে যানা যায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অর্থের বিনিময়ে পাতানো নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন নিরাপর্তা কর্মী পদে আবেদনকারী সুজল চন্দ্র পাইক, পিতা-পলাশ পাইক, গ্রাম+ডাক-ধূমঘাট, উপজেলা-শ্যামনগর, সাতক্ষীরা। আজ ১২ নভেম্বর পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার সকল প্রকার প্রস্তুতি নিয়েছেন। উক্ত বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান শিক্ষক যোগসাজসে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যথাক্রমেঃ ১. নিরাপত্তা কর্মী পদে শশাঙ্ক কুমার মন্ডল, পিতা-বিনন্দ মন্ডল, ২. পরিচ্ছন্নতা কর্মী পদে-দেবব্রত মন্ডল, পিতা- সুভাষ মন্ডল , ৩. আয়া পদে- ইতি মন্ডল, স্বামী-সন্দীপ মন্ডল, সর্বঠিকানা-গ্রাম+ডাক- ধূমঘাট, উপজেলা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা-দেরকে নামমাত্র পাতানো ইন্টারভিউয়ের মাধ্যমে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করিতেছে। যাহার প্রেক্ষিতে বাছাই পরিক্ষার জন্য নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আগামী ১২/১১/২০২১ তারিখ নির্ধারণ করেছেন এবং আমার নিকট গত ইং ০২/১১/২০২১ তারিখের ব্যাকডেট দিয়ে গত ইং ১০/১১/২০২১ তারিখ সন্ধ্যায় ইন্টারভিউয়ের চিঠি পাঠইয়াছেন। উল্লেখ্য, বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ ডিসেম্বর-২০২১-এ শেষ হইয়া যাইবে। সেকারণ, তড়িঘড়ি এই আয়োজন। ফলে, আমি নিরুপায় হইয়া উক্ত নিয়োগ পরিক্ষা বন্ধের জন্য আবেদন জানাইতেছি। ১২/১১/২০২১ তারিখের নিয়োগ সংক্রান্ত বাছাই পরিক্ষা গ্রহণ করিতে না পারে, সে জন্য তিনি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published.