সমাজের আলোঃ গত শনিবার (১৪ মে) শ্যামনগরে বেসরকারি প্রাইভেট হাসপাতাল “পল্লী ক্লিনিকে” অবৈধ ভাবে গর্ভপাত করায় অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে সামিরুন খাতুন (২৭) নামে এক প্রসূতি মা ও ৫ মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন আসামি ও ৩/৪ জন অজ্ঞাতনামা আসামি করে শ্যামনগর থানায় ২৮ নং মামলা করেছে মৃত্যু সামিরুনের স্বামি জাহাঙ্গীর শিকারী।
শ্যামনগর পল্লী প্রাইভেট নেই কোন ডিপ্লোর্মা নার্স, নেই কোন এম বি বি এস ডাঃ, নেই কোন অভিজ্ঞ ওয়ার্ড বয়। পরিচালনায় করেন গাজা খোর হারুন (৪০), আহসান (৪১) গ্রাম্য ডাঃ শাহাবাজ আলী (৪৯), নন ডিপ্লোমা সিষ্টার রিংকু। এরা গ্রামের সহজ সরল রোগীকে দালালের মাধ্যমে শ্যামনগর পল্লী প্রাইভেট হাসপাতালে নিয়ে এসে চুক্তি করবে এক অপারেশন করা হয়ে গেলে নেবে চুক্তি ছাড়া ডাবল, যাবতীয় অবৈধ কর্মকাণ্ড চলছে ঐ ক্লিনিকে। এলাকাবাসী ঐ নেশাখোরদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাষকের দৃষ্টি আকর্ষন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *