হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এলজিইডি’র বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত ২ টি স্কুলের ভবন ও ২টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার পিইডিপি ৪ প্রকল্পের আওতায় দুটি সরকারি প্রাইমারি স্কুল ১ কোটি ৫৩ লক্ষ ২২ হাজার ৪৬৬ টাকা ব্যয়ে আটুলিয়া ইউনিয়নে সোয়ালিয়া সাপেরদূনে সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, পরবর্তীতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৯৬ লক্ষ ৬ হাজার ১৯১ টাকা ব্যায়ে আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুতন ভবন নির্মাণ, কেডিআর আইডিপি প্রকল্পের আওতায় দুটি রাস্হা ১ কোটি ৭৬ লক্ষ ২৩ হাজার ২৫২ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ গুমানতলী হাট ভায়া গোলা বাড়িঘাট সড়ক উন্নয়ন, ১ কোটি ৫৫ লক্ষ ৩৫ হাজার ২৭৫ টাকা ব্যয়ে দাসকাটি ব্রীজ- কাটাখালী ইউজেডআর সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য জগলুল হায়দার। এ সময় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, ঈশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ’লীগের সদস্য কামরুল ইসলাম, বুড়িগোয়ালিনী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’ সদস্য ভবতোষ মন্ডল, মারুফ বিল্লাহ, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসন (মিলন) প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর।




Leave a Reply

Your email address will not be published.