সমাজের আলো : যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এর উদ্যোগ ও বাস্তবায়নে বিশ্বের সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পাদদেশে অবস্থিত শ্যামনগর উপজেলায় “আকাশলীলা ইকোট্যুরিজম সেন্টারে প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়েছে।রবিবার (২০ মার্চ ২০২২) সকাল ১১ ঘটিকায় শ্যমনগর উপজেলায় সুন্দরবনের পাদদেশে অবস্থিত আকাশ নীলা ইকোট্যুরিজম সেন্টারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এই ক্যাম্পেইনে তারা আকাশনীলা ইকোট্যুরিজম কেন্দ্রের মধ্যে বিভিন্ন প্লাস্টিক সংগ্রহ করে এবং বিভিন্ন ভ্রমন দর্শনার্থী দের মাঝে সচেতনতা মূলক প্লাকার্ড প্রদর্শন করে।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শ্যামনগর উপজেলায় ইউনিটের সভাপতি মেহেরাব হোসেন ইমন, সাধারণ সম্পাদক বাদশা ওয়ালিদ, সাংগঠন সম্পাদক রাশিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ সাইফুল্লাহ। সদস্য মো: হারুন হোসেন, সুমাইয়া খাতুন, শুফিয়া খাতুন, সহ প্রমূখ।উক্ত ক্যাম্পেইনে শরুব ইয়ুথ টিমের পরিচালক বলেন, প্রতিদিনই আমরা বিপুল পরিমান অপচনশীল বর্জ্য যেমন পানির বতোল, প্লাস্টিকের প্লেট সহ নানা প্লাস্টিক দ্রব্য এই ট্যুরিজম সেন্টারে ভ্রমণ করতে এসে ফিলিয়ে দেয়।যাহাতে আমাদের পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতি ও দূষিত হয়। তাছাড়াও পলিথিন , প্লাস্টিক, টিন, ব্যাটারি ইত্যাদি তৈরি করি যা বর্তমান সময়ে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের একটি মূল কারণ হয়ে দাড়িয়েছে। নিজেদের অভ্যাসে সামান্য পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই আমরা এই পরিস্থিতির সমাধানে এগিয়ে আসতে পারি।তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আমাদের এই ক্যাম্পেইন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *