সমাজের আলো : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের নসিরউদ্দীন (সন্তো) গাজীর ছেলে আল-আমীন সাথে মরাগাং গ্রামের নুরইসলামের মেয়ে সালাম বেগম (২৪) সাথে গত ২০১৮ সালে বিয়ে হয় ৷ বিয়ের পর তাদের সংসারে একটি ১টি মেয়ে সন্তান হয় যার বয়স এখন ৩ বছর ৷ আল-আমীন কর্মহীন, উৎসৃঙ্খল এবং মাদকাসক্ত হওয়ায় নানা সময় সালমাকে নির্যাতন করত ৷ প্রতিবেশিরা নির্যাতনে বাঁধা প্রদান করলে তাদেরকেও হুমকি ধামকি দিতো ৷
১০ আগষ্ট ২০২২ তারিখ দুপুর ২ টার সময় তরকারি রান্নাকে কেন্দ্র করে আল-আমীন সালমার সাথে গোলমাল করে এবং ব্যপক মারধর করে ৷ পরে সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সালমা ৷ স্থানীয়দের সহযোগিতায় শ্যামনগর হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসারত অবস্থায় সালমা মারা যায় ৷ এ খবরে স্বামী আল-আমীন ও শাশুড়ি আসমা বেওয়া তড়িঘড়ি ঘরের জিনিসপত্র, হাস, মুরগী ও ভিটা বিক্রি করে পালিয়ে যায় ৷
আল-আমীনের ছোট চাচি রিজিয়া বেগম বলেন, ইদুর মারার জন্য আল-আমীনের মা আসমা বেওয়া গত ২ বছর আগে বাজার থেকে দানাদার বিষ নিয়ে ব্যবহার পরে বাড়িতে রাখে তাই খেয়ে অসুস্থ হলে শ্যামনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায়৷




Leave a Reply

Your email address will not be published.