রবিউল ইসলাম শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মঠবাড়িয়ায় এক যুবককে রাতের আঁধারে বেধড়ক মারপিট করে ১২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১ টার দিকে মঠবাড়ি গ্রামের মোর্শেদ আলীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত আমজেত শেখের ছেলে মো. আসমত শেখ (২২) জানান, ‘আমি খেলা দেখে বাড়ি যাওয়ার পথে মঠবাড়ির হাসান মিস্ত্রির ছেলে সাগর ও অন্য একজন আমাকে পিছন দিক থেকে আমার গলায় রশি পেঁচিয়ে ব্যাপক মারপিট করে। তারা আমার মোবাইল নেওয়ার চেষ্টা করে এবং আমার কাছে থাকা ১২ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে আমাকে একটি মৎস্য ঘেরের মধ্যে পানিতে ফেলে দেয়’। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা বলেন, ‘সাগর একজন মাদকাসক্ত এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত। বর্তমানে সে এলাকায় একটি কিশোর গ্যাং তৈরি করেছে’। অভিযোগ পেয়ে শ্যামনগর থানার এএসআই শফিকুল ইসলাম (শফিক) স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, ‘হামলাকারী ছেলেটির বিরুদ্ধে এর আগেও এ ধরনের অনেক অভিযোগ আছে’। অভিযুক্ত সাগরের বাবা হাসান মিস্ত্রি বলেন, ‘আমার ছেলে আসমতকে মারপিট করেছে এটি সত্য। তবে টাকা ছিনতাই করার বিষয়টি সত্য নয়’। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।




Leave a Reply

Your email address will not be published.