সমাজের আলো : শ্যামনগরে রাতের আঁধারে ৩০ বছরের দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগে সিংহড়তলী গ্রামের মৃত নবাব্দী ফকিরের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাদী হয়ে শ্যামনগর থানায় এজাহার করেছেন।এজাহারভুক্ত আসামি হলেন সিংহড়তলী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে আইয়ুব আলী,মুন্সিগঞ্জ আইট পাড়া গ্রামের আক্তার হোসেন মল্লিকের ছেলে বেলাল হোসেন, আইয়ুব আলীর ছেলে ইউনুস আলী, রুহুল আমিন গাজীর ছেলে ইস্রাফিল, আইয়ুব আলীর স্ত্রী ফজিলা খাতুন।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার ৪ এপ্রিল গভীর রাতে আইয়ুব আলী ও বেলাল হোসেনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকিরের দখলীয় সম্পত্তি সকল আসামিরা জবর দখল করে। আসামিরা দুর্দান্ত গুন্ডা প্রকৃতির জবর দখলকারী, চাঁদাবাজ শ্রেণীর ব্যক্তি। আসামীগণ ঐ মুক্তিযোদ্ধার ক্রয়কৃত তপশিল বর্ণিত জমিটুকু গায়ের জোরে জবর দখল করে। এজাহারে আরো উল্লেখ আছে ১,২ নম্বর আসামি প্রায় সময় তার নিকট ১.৫০.০০০ চাঁদা দাবি করে। তপশিল বর্ণিত জমি এজাহারকারী স্থানীয় মথুরাপুর সাকিনের জ্যোতিষ মন্ডলের পুত্র অনিল কৃষ্ণ(নুনু) এর নিকট থেকে ক্রয় সূত্রে দীর্ঘদিন ভোগ দখল করে বাড়িঘর তৈরি করে বসবাস করছে।মুক্তিযোদ্ধা এজাহারে আরো জানান, ঘরটিতে ১টি ৩২ ইঞ্চি রঙ্গিন টিভি,একটি মিনিস্টার ফ্রিজ,একটি কাঠের খাট,একটি স্টিলের আলমারি সহ তার জমা জমির দলিলপত্র আলমারিতে রক্ষিত ছিল। ৪ই এপ্রিল সকালে ঘের হতে বাড়ির সামনে এসে তিনি দেখতে পান আসামিগন দা লাঠিসোটা নিয়ে তার ঘরের সামনে দাঁড়িয়ে হুমকি দিয়ে বলে এখন থেকে বাড়ি আমাদের এখানে ঢোকার চেষ্টা করিলে দা দিয়ে কুপিয়ে লাশ নদীতে ভাসিয়ে দেব। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির শ্যামনগর থানায় একটি এজাহার দাখিল করেছেন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আমি অভিযোগ পেয়েছি পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি। উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.