রবিউল ইসলাম:  সাতক্ষীরার শ্যামনগরে এক বছর সাজাপ্রাপ্ত ও তর্কিত চেকে ৫০ লক্ষ টাকা দেনাদার আসামী রুহুল আমিন গাজী পলাতক রয়েছে। সে আটুলিয়ার হাওয়ালভাঙ্গী গ্রামের জিয়াদ আলী গাজীর পুত্র। ১ম আদালত- সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম দায়রা জজ মোঃ মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক ফৌজদারী মামলার রায় মোতাবেক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামনগর শাখার এম/এস রুহুল ফিস নামীয় ব্যাংক চেকের ৫০ লক্ষ টাকার অনাদায়ে দায়ের কৃত মামলায় রুহুল আমিনকে এক বছর ১ বছর সশ্রম কারাদন্ড সহ তর্কিত চেকে ৫০ লক্ষ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। ভড়ভুড়িয়া গ্রামের মৃত জফর আলী সানার পুত্র শফিকুল ইসলাম (৪৪) বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত নং- ০৫ (শ্যাম), সাতক্ষীরা তার বিরুদ্ধে এস/সি- ১০৪৮/১৯ মামলা দায়ের করেন। মামলাটি সি/আর- ১৯৫/১৯ (শ্যাম) হয়ে বিজ্ঞ আদালতে সমাপ্তি হয়। মামলার রায়ে আরও আদেশ হয় যে, আসামী পলাতক থাকায় পুলিশ কর্তৃক ধৃত হওয়ার পর বা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পনের পর হতে তার সাজার মেয়াদ গণনা শুরু হবে। রুহুল আমিন গাজী হাওয়ালভাঙ্গী নিজ বসত বাড়ীতে আলীসান বিল্ডিং ও একটি মার্কেট গড়ে তুলেছেন। রুহুল আমিন গাজী দীর্ঘদিন যাবত নওয়াবেঁকী বাজার মৎস্য আড়ৎ, মহেন্দ্র মোড় মৎস্য আড়ৎ, সোনার মোড় মৎস্য আড়ৎ বিভিন্ন প্রজাতির মাছ ক্রয়-বিক্রয় করে আসছিল। বর্তমানে সে পলাতক রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.