রবিউল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বেশ কিছু রেস্টুরেন্ট হোটেল গুলোতে ঘুরে লক্ষ্য করা গেছে অস্বাস্থ্যকর পরিবেশ। উপজেলার মুক্তিযোদ্ধা সড়কে একটি রেষ্টুরেন্ট হোটেলে প্রবেশ করার পর দেখা গেলো, সেখানের যে ঘরে রান্না করা হয় সেখানে প্রধান দরজায় লেখা আছে “সাধারণ মানুষের প্রবেশ নিষেধ” এই লেখা দেখার পরে বেশ কিছু দিন আলোচনা ছিল সাধারণ মানুষের মাঝে। কেন তারা এমনটায় লিখলেন। সাধারণ মানুষের কানাকানি চলছিল যে কারনে নীলাকাশ বার্তার একজন সাংবাদিক সরেজমিনে যেয়েই সত্যতার প্রমাণ পান। এই বিষয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন যদি ওই রেষ্টুরেন্ট হোটেলে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবারাহ করা হয়, তাহলে কেন রান্নার ঘরের দরজায় লেখা থাকবে “সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ”? ওই রেষ্টুরেন্ট হোটেলের মালিক দোকানে না থাকলেও তাদের কর্মচারীরা সাংবাদিক ছবি তুলতে চাইলে ছবি তুলতে নিষেধ করেন। এদিকে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও সব গুলো দোকানে প্রবেশ করেন না। এছাড়াও অভিযানের কথা শুনে অনেক দোকানদার গা ঢাকা দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে, জেলা শহর ছাড়া এই উপজেলা শহরে হোটেলের মাছ মাংস সহ সবগুলো পণ্যের দাম গ্রাহকদের নাগালের বাহিরে বলে একাধিকজন জানিয়েছেন। গ্রামের মানুষ উপজেলায় এসে অফিসের বিভিন্ন কাজ থাকায় দুপুরে বাড়ি যেতে পারেন না, যার ফলে কাজের ফাকে দুপুরে খাওয়ার জন্য হোটেলে যেতে হয়। কিন্তু গলাকাটা দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। স্থানীয়রা উপজেলা প্রশাসনসহ উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।




Leave a Reply

Your email address will not be published.