রাকিবুল হাসান ঃশ‍্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে রবিবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বনবিভাগের সহযোগিতায় সুন্দরবন পরিবেশ বান্ধব পযর্টন সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমোয়াজেম হোসেন, ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনবিভাগের সাতক্ষীরা রেজ্ঞের কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ বেপারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম আরো উপস্থিত ছিলেন টেংরাখালী টহল ফাঁড়ির ভারপাপ্ত কর্মকতা মোঃ সিরাজ আলি সহ কৈখালী বনবিভাগের সদস্যরা। এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো ঃ আসলাম আহমেদ সহকারী শিক্ষক মো ঃ সালাউদ্দিন আহমেদ,পরেশ মন্ডল সহকারী শিক্ষিকা মোছা ঃ লায়কা বেগম অর্পিতা রানী ও ছাত্র ছাত্রীরা। প্রধান অতিথির বক্তব্যেই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সুন্দরবন দেখতে আসে পযর্টক। সুন্দরবন ইকো-ট্যুরিজম গতিশীল করতে হলে সুন্দরবনকে বাঁচাতে হবে, আর এই সুন্দরবনকে বাঁচাতে হলে ভূমিকায় থাকতে হবে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের। যেমন সুন্দরবনে বিভিন্ন জাতের প্রাণী সহ বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে৷ যার কারনে সুন্দরবন ইকো-ট্যুরিজমে হাজার হাজার পযর্টক ভিড় জমাই দেখার জন্য। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সুন্দরবনকে বাঁচানোর জন্য খেয়াল রাখতে হবে সুন্দরবন থেকে কোন ধরনের প্রাণী বা গাছ নিয়ে শহরে পাচার না করতে পারে। এবিষয়ে যদি আমরা সবাই মিলে রুখে দাঁড়ায় তাহলে সুন্দরবনে বিভিন্ন জাতের প্রাণী সহ গাছ বৃদ্ধি পাবে তাতে পযর্টকদের ভিড় বেড়ে যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *