সমাজের আলো: এনজিও ‘সহায়’ সাতক্ষীরার আয়োজনে স্ট্রাট ফান্ড বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনগণের জন্য বর্ধিত সহায়তা প্রকল্পে; আম্ফানে ক্ষতিগ্রস্ত মাড়ীয়ালা ও হাজরাখালীর ১০০ পরিবারে নগদ ৪ লক্ষ ৫১ হাজার টাকা ও হাইজিন সামগ্রী প্যাকেজ সরবারহ করেছে। ৯ জানুয়ারি বেলা ১১টায় আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা হাইস্কুল-কাম সাইক্লোন সেন্টারে শেষ ধাপে প্রাকৃতিক দূর্যোগ আম্ফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব সামগ্রী বিতরন করা হয়েছে।  জোয়ার ভাঁটা প্রবাহিত গ্রামের ৯৯ পরিবারে ৪ হাজার ৫ শত ও ১ প্রতিবন্ধী পরিবারে ৫ হাজার ৫ শত করে মোট প্রদানের অর্ধেক; নগদ  ৪ লক্ষ ৫১ হাজার টাকা। হাইজিন সামগ্রী প্যাকেজ (মাস্ক, সাবান, ডিটারজেন্ট পাউডার ও স্যানিটারি প্যাড) সরবরাহ করেছে। সহায় নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রকল্পের সুবিধাভোগী সিলেকশন কমিটির সভাপতি এবং মাড়িয়ালা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ অজিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মনোনীত ইউনিয়ন ট্যাগ অফিসার। এ সময় উপস্থীিত ছিলেন  আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন এএমএম মনিরুজ্জামান, উত্তরণ সংস্থার জাহিদ আমীন শ্বাশত, ইশরাত জাহান, শিক্ষক রাবেয়া খাতুন এছাড়া সেচ্ছাসেবী পলাশ, ইকরামুল, নাসরিন, আশা, কামাল, কেয়া, ইতি প্রমুখ। সংস্থাটি আজ তাদের ২৫০ সুবিধাভোগী পরিবারে মাঝে এ বিতরণ সম্পন্ন করলো। সার্বিক কার্যক্রম সমন্বয় করেন সহায় সংস্থার প্রকল্প কর্মকর্তা সাকিবুর রহমান বাবলা।




Leave a Reply

Your email address will not be published.