• সমাজের আলো: ‘সহায়’ সাতক্ষীরার আয়োজনে স্ট্রাট ফান্ড বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনগণের জন্য বর্ধিত সহায়তা প্রকল্পে; আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনির শ্রীউলা ইউনিয়নে ৪০০ দরিদ্র পরিবারে জ্বালানি কাঠ বিতরন শুরু করা হয়েছে। ১১ জানুয়ারি বেলা ১১টায় এ জ্বালানি কাঠ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন শ্রীউলা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী।এ সময় উপস্থিত ছিলেন হাইস্কুলের শিক্ষক রাবেয়া খাতুন ও সংস্থার প্রকল্প কর্মকর্তা সাকিবুর রহমান বাবলা। সহায় সংস্থার সুবিধাভোগীরা নাকতাড়া এলাকার সরদার স’ মিল হতে সুবিধাভোগী ৮টি গ্রামের ৪শত পরিবার ৪ ধাপে ১মণ করে মোট ১৬শত মণ জ্বালানি কাঠ সংগ্রহ করবে। ঘূর্নিঝড় আম্ফান ৮ মাস অতিক্রম করলেনও ভেড়ী বাঁধ সম্পন্ন না হওয়ার এলাকার মানুষের জীবন জীবিকা স্বাভাবিক না হওয়ায় স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সম্মিলিত প্রচেষ্টায় উত্তরণ, সহায় ও ভূমিজ ফাউন্ডেশন সরকারের সহযোগিতায় বাস্তবায়ন করছে বিভিন্ন কার্যক্রম। সে লক্ষ্যে ‘সহায়’ আগামী দুই মাসে শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়ী, কলিমাখালী, বুড়াখারাটি, নাকতাড়া, কাঁকড়াবুনিয়া, বালিয়াখালী, বুলারাটি ও রাঁধারাটি গ্রামের ৪০০ পরিবার প্রত্যেক পরিবারে ৪ মণ করে জ্বালানি কাঠ প্রদান করা হবে। একাজে সহায়তা করছে সেচ্ছাসেবী পলাশ, ইকরামুল, নাসরিন, কামাল প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published.