আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতাঃ আশাশুনিতে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন না করার জন্য উপজেলা আওয়ামীলীগের প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সোমবার আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের নির্দেশক্রমে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ইং-৩০/১১/২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে সম্মেলনের সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি মুনছুর আহম্মেদ আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সহ ১১টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করেন। বর্তমানে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে কোন কমিটি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সুপারিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য সহ অনৈতিক কাজের সাথে লিপ্ত হয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। সংগঠনের শৃংখলা ও ভাবমুর্তি রক্ষার জন্য দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মী সমর্থকদের এই ধরনের সংগঠন বিরোধী অবৈধ ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে তিনি অনুরোধ জানান। এরপরও যারা সংগঠন বিরোধী এধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত ইউনিয়ন কমিটি গঠন করা হবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.