সমাজের আলো : শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরা জেলা আ’লীগের মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচী ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের নিউ মার্কেট মোড়স্থ শহীদ স. ম. আলাউদ্দিন চত্ত্বর এলাকার বিভিন্ন দোকান মালিক, মাহেন্দ্র, ইজিবাইক, ভ্যান চালকদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। তিনি বলেন- রাষ্ট্রে মালিক জনগণ। সেই জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও মহামারি করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে মাস্ক পরা একান্ত জরুরী। এই করোনার বিরুদ্ধের লড়াইয়ে এখন আমাদের সব থেকে বড় অস্ত্র মাস্ক। শীঘ্রই করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ১৩ মাস এর অধিক সময় পূর্ণ হতে চলেছে। নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে স্বচ্ছতা ও শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান সহ সরকারী বিধি নিষেধ মেনে চলা প্রয়োজন। আজকের মাস্ক এবং সাবান বিতরণের মাধ্যমে একটি বড় বার্তা সমাজের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। তিনি আরও বলেন, প্রতিদিন মৃত্যুর মিছিলের সারি দীর্ঘ হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই সতর্ক থাকলেই ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম মাসুম, নাজমুন নাহার মুন্নী, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ন-আহবায়ক মিলন রায়, আ’লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স সহ সদর উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.