শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালার জালালপুরের জেঠুয়া বাজারের সন্নিকটে প্রবল শ্রোতে কপোতাক্ষ নদের ভেড়ীবাঁধে ভাঙন শুরু হয়। এসংক্রান্ত একটি স্বচিত্র প্রতিবেদন (২ জুন’২১) তারিখে সমাজের আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে পানি উন্নয়ন বোর্ডের ঘুম ভাঙে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং যতদ্রুত সম্ভব ভেড়ীবাঁধ সংস্কারের আশ্বাস দেন। এসময় তালার শালিখা নদীর স্লুইচ গেটও পরিদর্শন করেন তারা।রবিবার (১ আগষ্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মুন্সী আসাদুল্লাহ এলাকা পরিদর্শন করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জালালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবিউল ইসলাম (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যায়যায়দিন পত্রিকার তালা প্রতিনিধি ইন্দ্রজীৎ দাশ (বাপী), সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রশাদ দাস, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার অমিত কুমার সাহা, ছাত্রলীগ নেতা রাজু ফকির-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সী আসাদুল্লাহ বলেন, ভাঙন কবলীত এলাকা অতিদ্রুত সংস্কার করা সম্ভব হবে না। প্রকল্প তৈরী করে অনুমোদনের জন্য অনেক সময় লেগে যাবে। সাধ্য অনুযায়ী এই মুহুর্তে একটি রিংভেড়ী বাঁধ দিয়ে এলাকা বাঁচানোর চেষ্টা করব। সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হবে।




Leave a Reply

Your email address will not be published.