সমাজের আলো : সাঁতার না জেনেও নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঁচে ফিরেছেন কলেজছাত্রী শাপলা। তবে আগুনে পুড়ে মারা গেছেন মা জাহানারা জয়নব। এখনো নিখোঁজ রয়েছেন শাপলার খালা শারমিন আক্তার পান্না ও তার দুই সন্তান আবদুল্লাহ ও আছিয়া।‘আগুনে পুড়ে মরার চেয়ে যদি মৃত্যু থাকে নদীতে ডুবে মরবো’- এমন চিন্তা থেকেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন সাহসী শাপলা।মৃত্যুর কবল থেকে বেঁচে আসতে পারলেও শাপলা চোখেমুখে অন্ধকার দেখছেন। এসএসসি পাশ করে ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। মায়ের সাথে ঢাকায় থাকতেন শাপলা। সেই মাই আজ নিয়েছেন চিরবিদায়। এখন কার কাছে থেকে লেখাপড়া করবেন ! তা নিয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটছে তার। এ শোক কাটিয়ে সবার সহযোগিতা নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে চান শাপলা।ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা-বরগুনা রুটে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শাপলার পরিবারের ৪ সদস্য নিখোঁজ হয়। গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী ওই লঞ্চটিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।




Leave a Reply

Your email address will not be published.