সমাজের আলো : সাতক্ষীরা শহরের কুখরালিতে যাতায়াতে পথে প্রাচীর তুলে দেওয়ায় কর্মজীবী চারটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। পথ বন্ধ থাকায় তারা বাড়ি থেকে বের হতে পারছেনা। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে অবরুদ্ধ হওয়া পরিবার গুলো।বুধবার দুপুরে সরেজমিনে যেয়ে দেখাযায় শহরের কুখরালি মাঝের পাড়ার আশরাফ আলী তার ভাই আমজেত আলী, মারুিফ হোসেন, মকসেদ আলী ও আনজুআরার পরিবারের ৪০ বছরের যাতায়াতের রাস্তায় প্রাচীর তুলে দিয়েছে। এসময় অবরুদ্ধ হওয়া আমজেত আলি বলেন, আমাদের যাতায়াতের এই একটাই পথ। গত চল্লিশ বছর ধরে এই পথ ব্যবহার করে আসছি আমাদের চার ভাইয়ের পরিবারের ৩০ জন মানুষ । এখন হটাৎ করে মঙ্গলবার গভীর রাতে প্রাচীর তুলে পথ বন্ধ করে দেওায়াই আমরা অবরুদ্ধ হয়ে পড়েছি। আমরা কর্মজীবী সাধারণ মানুষ। পথ না থাকায় বাড়ি থেকে বের হতে পারছি না।

অবরুদ্ধ হওয়া মোকছেদ আলী অভিযোগ করে বলেন, আমি মোটর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। রাতারাতি পাঁচিল তুলে দেওয়ায় ভ্যান নিয়ে বের হতে পারছিনা। আমার মেজো ভাই আশরাফ আলীর কাছ থেকে যখন আমরা জমি ক্রয় করি তখন তিনি মৌখিক ভাবে চলাচলের পথ দেওয়ার কথা বলে জমি বিক্রি করেন। কিন্তু হটাৎ করে ওই পথ বন্ধ করে দিয়েছে তিনি। তিনি আরও বলেন, আামাদের চার ভেইয়ের পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হতে দিবেনা এমন কথা বলে আমার মেজো ভাই আশরাফ আলীর বড়ো জামাই করিম ড্রাইভার বিভিন্ন ভাবে গালি-গালাজ করছে। আমাদের পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি ধামকিও দিচ্ছে তারা। এব্যাপারে আমরা প্রতিকার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছি।এঘটনায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী অবরুদ্ধ হওয়া পরিবার গুলো।




Leave a Reply

Your email address will not be published.