সমাজের আলো : সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৭ জনের নাম উল্লেখসহ ১৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামি করা হয়েছে ঠিকাদার মুনছুর আলি, অস্ত্র ব‍্যাবসায়ি রবিউল ইসলাম, আনসার সদস্য শহিদুল ইসলাম, শাহিনুর রহমান,আবুল খায়ের, রুবেল,জুয়েল সহ আরো দশ জন।
প্রসঙ্গত তথ‍্য নিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অফিসে যান সাংবাদিক ইয়ারব হোসেন। এ সময় তিনি কথা দেখা করবেন না বলে অফিস সহকারি জানান। সাংবাদিক ইয়ারব হোসেনের সাথে থাকা সাংবাদিক তথ‍্যা কর্মকর্তা বোর্ডের একটি ভিডিও নেন। এরপরই প্রকৌশলী অফিস থেকে বের হয়ে ইশারা করে তার পোশা সন্ত্রাসী বাহিনীর সদস্য শাহিনুর মনছুর ;রুবেল আনসার সদস্য শহিদুল, সন্ত্রাসী রবিউল ও জুয়েলকে ডেকে নেয়। এরপরই হামলা শুরু হয়। হামলায় আরো ১০| জন অংশ নেয়। পরে সাংবাদিকরা গিয়ে আহত সাংবাদিক ইয়ারব হোসেনকে উদ্ধার করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *