সমাজের আলো : সাতক্ষীরার আশাশুনিতে এক বিবাহ রেজিষ্ট্রারের নিকট চাঁদা দাবীর অভিযোগে ৪ ভূয়া সাংবাদিক পুলিশের অভিযানে আটক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে। জানা যায়, আশাশুনির উপজেলার বেউলা গ্রামের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ আছাদুজ্জামান আলিমের কাছে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক পরিচয়ে দুটি মোটরসাইকেলে ৪ জন বাল্য বিবাহসহ বিবাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়ার ছলে ১০ হাজার টাকা দাবী করে। এ সময় স্থানীয় জনতার রোষানলে পড়ে ৪ ব্যক্তি দুই মোটর সাইকেল ফেলে ঘটনাস্থল থেকে সু-কৌশলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেদেরকে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার নাম ব্যবহার করে পরিচয় দেয়। ওই চার ব্যক্তির ফেলে যাওয়া সাদা-কালো রঙের ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল যার নং-সাতক্ষীরা-হ-১৬-১৫১৫ ও ১০০ সিসির এ্যাস কালারের ফ্রিডম মোটরসাইকেল যার নং-সাতক্ষীরা-হ-১৩-৮৬০৩। পরবর্তীতে এলাকার লোকজন আশাশুনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পুরো ঘটনা জেনে মোটরসাইকেলগুলি উদ্ধার করে নিয়ে যায়। নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ আছাদুজ্জামান আলিমের মাধ্যমে পুলিশ ঐ চারজনের নাম ঠিকানা শনাক্ত করে আশাশুনি থানার এসআই (নিঃ) গাজী নূর নবী সহ সঙ্গীয় ফোর্সের অভিযানে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের মৃত মোনতাজ মোল্যার পুত্র আব্দুল মান্নান (৫৭), একই গ্রামের মৃত আফসার উদ্দীন সরদারের পুত্র হাফিজুর রহমান (৩৫), কুকরালি গ্রামের মৃত মকিম হোসেনের পুত্র মোঃ মোশাররফ হোসেন আব্বাস (৬৪) ও আশাশুনির আদালতপুর গ্রামের মোঃ আবুল কাশেম সরদারের পুত্র মোঃ রবিউল ইসলাম (৩৮)। এ ঘটনায় আশাশুনি থানার বেউলা গ্রামের মৃত ওসমান গণি সরদারের পুত্র ও বুধহাটা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ আছাদুজ্জামান আলিম বাদী হয়ে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। আশাশুনি থানার মামলা নং-০৫, তারিখ-০৪/০৫/২০২০ ইং। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.