রবিউল ইসলাম :  শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামের ধীরেন্দ্র নাথ মন্ডল এর পুত্র হিমাংশ মন্ডলের খুটির জোর কোথায় নেই কোন প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ , জনমনে গুঞ্জন । জানা যায় হিমাংশ মন্ডল মুন্সিগঞ্জ বাজারে নামমাত্র সরকারি বরাদ্দ কৃত দোকান ঘর নির্মাণের অনুমতি নিয়ে গড়ে তুলেছে ভবন , সরকারি দেওয়া নীতিমালা কাগজপত্র অনুযায়ী বরাদ্দকৃত দোকান ঘর আইনের ১নাং কলমে উল্লেখ্য , কোন প্রকার পাকা/ ইমারত / ছাদ নির্মাণ করা যাবে না ।২নাং কলমে বর্ণিত দোকান ঘর নির্মাণের জায়গা ২০ বর্গমিটার , অন্যথায় আইন আমলে অগ্রাজ্য হইবে বলে বর্ণিত । বর্তমানে হিমাংশ মন্ডল কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ৪০ বর্গমিটার জায়গার উপর নির্মাণ করেছে ভবন আকৃতির প্রাচুর্য যাহা সরকারি দেওয়া তার ওই দলিল পত্র বিরোধী । এ ব্যাপারে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার খবর প্রকাশিত হলেও টনক নড়েনি ভূমি কর্তৃপক্ষের । জনমনে প্রশ্ন বর্তমানে স্বচ্ছ আইন প্রচলিত থাকলেও হিমাংশ মন্ডল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি সম্পত্তি জবরদখল করে বহাল তবিয়তে ভবন নির্মাণ করেছে , তাহার খুটির জোর কোথায় । এ ব্যাপারে এলাকাবাসী বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ সহ সাতক্ষীরা জেলা প্রশাসক মহাদয়ের সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।




Leave a Reply

Your email address will not be published.