সমাজের আলো :- ঘরে আটকে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এক যুবককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। নির্যাচন চালানো হয়েছে শরীরের বিভিন্ন স্থানে। এ ঘটনায় গতকাল নির্যাচনের শিকার যুবকের পিতা বাদি হয়ে চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাগনলতা গ্রামের মামলার বাদি আবুল কালামের জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর কন্যার সাথে ২ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে তার ছেলের। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। মোবাইল ফোনে চেয়ারম্যান তার মেয়ে দিয়ে তার ছেলেকে বাড়িতে আসতে বলে। চেয়ারম্যানের বাড়িতে গেলে মেয়ের পিতা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে ছোট ভাই আবেদুর রহমান, চাচা নাঈমুর রহমান দুর্জয় নিমর্ম নির্যাতন চালিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখে। বদ্ধ ঘরে আটকে রেখে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হওয়া হয়েছে। মারপিটের এক পর্যায়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয় তাকে। গত ১৩ এপ্রিল রাতে দেবহাটার সাংবাড়িয়া গাজীর হাট গ্রামে ঘটে এ ঘটনা।পরবর্তীতে তাকে উদ্ধার করে নলতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তিনি জানান, এ ঘটনায় চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করায় তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব‍্যাপারে মোবাইল ফোনে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

দেবহাটা থানার ওসি সাইদুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত চলছে।




Leave a Reply

Your email address will not be published.