সমাজের আলো : সাতক্ষীরার ধুলিহরে ১ কোটি ১৩ লাখ টাকার সড়কের কাজের শুরুতেই অনিয়ম ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে, বেতনা নদী সংলগ্ন রাস্তার ধার থেকে বালি উত্তোলন করায় ভাঙ্গন আতঙ্কে পড়েছেন এলাকাবাসি। স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে ঠিকাদার নিয়ম নীতির তোয়াক্কা না করেই এ কাজ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। ইতিমধ্যে এসব অনিয়মের প্রতিবাদ ও নিয়ম অনুযায়ী কাজ করার জন্য স্থাণীয় এলাকাবাসী সংঘবদ্ধ ভাবে বিভিন্ন দফতরে অভিযোগও করেছেন। জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা-নেহালপুর-তেতুলডাঙ্গায় ওয়াপদা বাঁধের দুই কিলোমিটার ইটের সোলিং সড়ক নির্মাণ কাজে ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজটি পেয়েছেন ঠিকাদার ইলিয়াস আলী। আর এই কাজ করার জন্য প্রয়োজন ৪০ থেকে ৪৫ হাজার ফুট বালি। সম্প্রতি ঠিকাদার সেখানে কাজও শুরু করেছেন। তবে, বেতনা নদীর পাশে রাস্তার ধার থেকে মেশিন দিয়ে কিছু বালি আর কাদা মাটি দিয়েই রাস্তা ভরাটের কাজটি করানো হচ্ছে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমারকে দিয়ে। বালির পরিবর্তে তিনি সেখানে কাদা মাটি দিয়েই সড়ক ভরাট করায় ৫ গ্রামের মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আর এভাবে রাস্তার ধার ও নদীর পাড় থেকে বালি উত্তোলন করার কারণে ধ্বসে যেতে পারে বিস্তর্ণ এলাকা। নিয়ম বহিভূত ভাবে কাজ করলেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেননা। তবে এই অনিয়মের প্রতিবাদে কিছু লোকজন ইতিমধ্যে বিভিন্ন দফতরে অভিযোগও করেছেন। স্থানীয় ইউপি সদস্য তপন কুমার জানান, এলাকার ৫ গ্র্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা এটা। কিছু বালি আর কাদামাটি দিয়ে ভরাটের কারণে যাতায়াতের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষের। তিনি রাস্তার ধার থেকে মেশিন দিয়ে বালি উত্তোলনে করতে নিষেধ করেছেন বলেও জানান। স্থানীয় ইউপি সদস্য বিপ্লব জানান, তিনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এই কাজ নিয়ে এসেছেন। কাজের মান যাতে ভাল হয় সে কারণে বালি ভরাটের দায়িত্ব তারা নিজেরাই নিয়েছেন। ৫ ইঞ্চি বালির স্থলে দিচ্ছেন ৮ ইঞ্চি। প্রশাসন যদি নিষেধ করে তবে তারা এভাবে বালি দিবেন না বলে জানান। ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা জানান, তিনি নিজেই সড়কের কাজ পরিদর্শনে গিয়ে স্থাণীয় এলাকাবাসীকে বলেছেন কাজটি সিডিউল অনুযায়ী দেখে শুনে বুঝে নেয়ার জন্য। ঠিকাদার ইলিয়াস আলী জানান, স্থানীয়দের বাধার মুখে তারা এখন রাস্তার ধার থেকে মেশিন সরিয়ে দূরে নিয়ে গেছেন। কম টাকায় বালি আর কাদা মাটি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তাদের এক ফুট বালি দিতে ভ্যাটসহ খরচ হচ্ছে ৮ টাকা। সাতক্ষীরা সদর উপজেলা ইঞ্জিনিয়ার শফিউল আজম জানান, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি জানান, তিনি এ্যাসিল্যান্ড কে নির্দেশ দিয়েছেন এভাবে বালি উত্তোলন বন্ধ করে দেওয়ার জন্য। আর সদর উপজেলা প্রকৌশলীকে বলেছেন খোঁজখবর নিয়ে আইনগত ববস্থা নিতে।




Leave a Reply

Your email address will not be published.