সমাজের আলো : অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ায় জাতীয় সংসদে আবারও তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন বিরোধী দলের এক সাংসদ। শনিবার (৩ জুলাই) সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে স্পিকার শিরীন শারমীন চৌধুরী সভাপতিত্ব অধিবেশন শুরু হয়। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদেরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন।কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে এক ঘণ্টায় সাতজন ছটফট করে মারা গেলেন। নার্স, ওয়াড র্বয় ও চিকিৎসকেরা কী করলেন? আইসিইউ, এসডিইউতে রোগী গেলে কোনো চিকিৎসা হয় না। সেখানে কী হয়, কেউ জানে না। মানুষের মৃত্যুর কি কোনো দাম নেই?’ বিষয়টি তদন্ত কমিটি করে এর প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান জাপার এই সাংসদ।




Leave a Reply

Your email address will not be published.