সমাজের আলো: সাতক্ষীরায় ৭৫ ভাগ বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে। গত চার দিন ধরে বিদ্যুৎ বিহীন গোটা জেলার তিন ভাগের একভাগ মানুষ। ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিড়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ দাবি করেছে আগামী তিন দিনের মধ্যে সব গ্রাহকের সংযোগ পূনস্থাপন করা সম্ভব হবে।সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য প্রদান কারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন জানিয়েছেন, জেলায় প্রায় ৫ লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক আছেন। এর মধ্যে ২৫% বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক জায়গায় লাইন মেরামত চলমান আছে। নিরলস প্রচেষ্টায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। বাকী গ্রাহকদের আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সংযোগ দেওয়া সম্ভব হবে। বর্তমানে জেলায় প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে রাত কাটাচ্ছেন।সাতক্ষীরা পল্লী বিদুৎ সমিতির অফিস সূত্র জানায়, ঘূণিঝড় আম্ফানের কারণে জেলায় ৭শ পঁয়তাল্লিশ টি বৈদ্যুতিক পোল বা খঁটি ভেঙে গেছে। হেলে পড়েছে ৭শত পঞ্চান্ন টি খুটি। এছাড়া মিটারে সংযোগ তার ছিড়ে গেছে প্রায় ১০ হাজার কিলোমিটার। ঝড়ে তার ছিড়ে যাওয়ায় ৫ হাজার মিটার ভেঙ্গে গেছে। প্রাথমিকভাবে এ তথ্য পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে এসব বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হওয়ার পর। বৃহস্পতিবার সকাল থেকে মেরামত কার্যক্রম শুরু হয়।




Leave a Reply

Your email address will not be published.