সমাজের আলো : সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতাল সিবি হাসপাতালে প্রতিদিন নতুন নতুন করোনা রোগী আসছে। নিয়ম অনুযায়ী তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। রোববার সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ছিল ৪১ শতাংশ। সাতক্ষীরায় করোনা চিকিৎসার যে ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট নয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব রয়েছে। এই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সাতক্ষীরায় এ যাবত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২১০ জন। তাদের চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজে ৮টি আইসিইউ বেড রয়েছে। বেসরকারি সিবি হাসপাতালে রয়েছে ৬টি আইসিইউ বেড। সরকারি মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, ৩৫টি আইসোলেশন বেড সুবিধা রয়েছে। এছাড়া ৮৮টি জেনারেল বেডে করোনার চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও জানান, সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। আরও ১৫ থেকে ২০ জন চিকিৎসক থাকলে চিকিৎসাসেবার সুবিধা হতো। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমন বৃদ্ধি হতে থাকায় যেকোন সময় লকডাউন ঘোষনা হতে পারে। এর আগে রোববার ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। সেই হিসাবে ৪১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে লকডাউন বিষয়ক একটি মিটিং হবার কথা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে বলে জানিয়েছে স্বাসথ্য ভিাগ।




Leave a Reply

Your email address will not be published.