সমাজের আলো : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ লাখ ২৮ হাজার ৮৩১ জন উপকারভোগীকে ১৫ টাকা কেজি দরে এবং পৌরসভা ও উপজেলা সদরে ৩০ টাকা কেজি দরে সকলের জন্য ৫ কেজি করে ওএমএস এর চাল বিতরণ শুরু হয়েছে।

সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা প্রিয় কমল চাকমাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আজ বেলা ১২.৩০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলায় ১ লাখ ২৮ হাজার ৮৩১ জন উপকারভোগীকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। এছাড়া ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিতরণের জন্য জেলাব্যাপি ১৮ জন ডিলার নিয়োগ দেওয়াা হয়েছে। তারা প্রত্যেকেই দিনে ২ মেট্রিক টন হারে সপ্তাহে ৫ দিন চাল বিক্রয় করতে পারবেন। আগামী তিন মাস যাবত চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published.