সমাজের আলো : বাজারে চালের মূল্যবৃদ্ধি নিয়ে চলমান অস্থিরতার মধ্যে ধানের দাম স্থানভেদে মণপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা কমেছে। এর প্রভাবে পাইকারি বাজারে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। তবে তা সাধারণ ক্রেতার খরচে কোনো প্রভাব ফেলেনি। খুচরা বাজারে চালের দাম আগের মতোই।

গত কয়েক দিনের তুলনায় গতকাল শুক্রবার দেশের অন্যতম ধান, চাল উৎপাদনকারী জেলা সাতক্ষীরার বাজারের পাইকারিতে ধান বিক্রি হয় মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে। চালের অন্যতম বড় মোকাম ঝাউডাঙ্গা পাইকারি বাজারে দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। অপরদিকে ঝাউডাঙ্গা বাজারে ধানের দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। বৃহত্তম চালের মোকাম ঝাউডাঙ্গা বাজারে চাল বিক্রি হচ্ছে কেজিতে এক থেকে দেড় টাকা কমে।
গতকাল বাজারে পাইকারিতে বিআর-২৮ চাল ৪৮-৪৯ এবং মিনিকেট ৬৩-৬৪ টাকা কেজি বিক্রি করা হয়েছে বলে আড়তমালিকেরা জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.