একরামুজামান জনিঃ সাতক্ষীরায় দুইজন সহকারী অধ্যাপকের ওপর বর্বরোচিত হামলা ও হত্যায় উদ্দেশ্য নারকীয় তান্ডব এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী সহ সকল অপরাধীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্ধের ব্যানারে রবিবার সকালে বাঁশদাহ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ গেটের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, আসিফ বায়জিদ সাগর সহ কলেজ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, গত ৭ই ফেব্রুয়ারি বাঁশদাহ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের দুইজন সহকারী অধ্যাপক কলেজ থেকে বাড়ি ফেরার পথে বহিরাগত সন্ত্রাসীরা নির্যাতনের মারপিটের শিকার হয়। এই ঘটনায় প্রেক্ষিতে আজ মানববন্ধনে দাঁড়িয়েছি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের কে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published.