সমাজের আলো : মুজিব বর্ষে গ্রামীণ বেকার যুবক-যুবতীদের ই-কমার্স এ্যান্ড ই-লার্নিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় ১৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ এর মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির এই পশিক্ষণের উদ্বোধন করেন।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ-জোহরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায়। সাতক্ষীরা সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর বাস্তবায়নে পশিক্ষণের মাধ্যমেআত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ১৪ দিন ব্যাপি ২০ জন গ্রামীণ বেকার যুবক যুবতীদের এই পশিক্ষণ দেওয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.