সমাজের আলো :গত দুই মাসে হারিয়ে যাওয়া ৪০ টি মোবাইল ও অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া তিন ব্যক্তির ৪৯ হাজার ছয়শত টাকা উদ্ধার করে মালিকদের নিকট দিল জেলা পুলিশ।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে উদ্ধারকৃত ৪০টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ একাউন্টের ম্যাধমে খোয়া যাওয়া ৪৯ হাজার ৬০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও উদ্ধারকৃত বিকাশের টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সজীব খান, জেলার পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) রেজাউল ইসলাম রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি বাবুল আক্তার, সাব ইন্সপেক্টর ওহিদ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.