সমাজের আলো: সাতক্ষীরা ইসলামি হাসপাতালে রোগী ভর্তি করে জিন্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোগী ভর্তির. পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোন ডাক্তার পাওয়া যায়না।জরুরী বিভাগ বলতে কিছুই নেই। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তূজলপুর নাতাশাকে ভর্তি করা হয়।এ নাতাশার প্রসব বেদনা ছিল।ভর্তির আগেই বলা হয় আল্ট্রসোনা করতে হবে।রক্ত পরীক্ষা করতে হবে ।তখনও নাতাশা ছটফট করছিল প্রসব যন্ত্রণায়। কোন প্রকার ভর্তি করা হয়।এরপর বলা হয় সাড়ে আটটায় আল্ট্রাসোনো করা হবে।অনেক চেষ্টা করে নয়টার করা হয়। কোন ডাক্তার রোগীর চিকিৎসা দেন নি। পরে বাচ্ছাটি মারা যায়। এরপরে পেটে মৃত্যু বাচ্ছা অবস্থায় ইসলামি হাসপাতাল কর্তৃপক্ষ খুলনায় নিয়ে যেতে বলে ছাড়পত্র দেন।গভীর রাতে মৃত্যু বাচ্ছা পেটে থাকা অবস্থায় কোন চিকিৎসা না দিয়ে খুলনায় কিভাবে পাঠান এটি প্রশ্ন।




Leave a Reply

Your email address will not be published.