সমাজের আলো : জেলার আটটি থানা ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত মার্চ মাসে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করে পুলিশ। একই মাসে এক হাজার ৫৮১টি ইয়ারা ট্যাবলেট, তিন হাজার ৯০৯টি ভারতীয় অন্যান্য ট্যাবলেট এবং এক হাজার ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মার্চে এ সংক্রান্ত ৮২ টি মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাসে সর্বমোট মোট ৪৪৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত মাদকের মধ্যে বেশির ভাগই গাঁজা। তবে মাদকের সাথে জড়িয়ে থাকা সকল প্রকার অপরাধ বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য থেকে দেখা যায়, গত মার্চ মাসে জেলার আটটি থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১২টি গাঁজার গাছ, এক হাজার ৫৮১ পিস ইয়াবা ট্যাবলেট, তিন হাজার ৯০৯টি ট্যাবলেট, এক হাজার ১৫৩ বোতল ফেন্সিডিল, ১৬ বোতল চুলাই মদ উদ্ধার করেছে। এসব বিষয়ে ৮২টি মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এ মাসে মোট ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published.