সমাজের আলো : জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৯২ শতাংশ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সোমবার সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ২৫৪জন। জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৬৯৮জন।
এপর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৪০৭ জনের। এরমধ্যে করোনা পজিটিভ ২ হাজার ৫১১জন। জেলায় মোট শনাক্তের গড় ২৪ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে জুন মাসে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৮৬টি। শনাক্ত হয়েছে ৮৯৩ জনের। শনাক্তের গড় ৫০ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু বরণ করেছে ৫২জন ও উপসর্গ নিয়ে মৃত্যু ২৪৮জন।




Leave a Reply

Your email address will not be published.