সমাজের আলো : গাছটিতে পাতা আছে মাত্র নয়টি। আর সেই গাছ কিনা বিক্রি হয়েছে ১৬ লাখ ৪০ হাজার টাকায় (১৯ হাজার ২৯৭ মার্কিন ডলার)। নিউজিল্যান্ডের নিলামের ‘সাইট ট্রেড মি’-তে গাছটি বিক্রি হয়। গাছটির নাম র‌্যাফিডোসফোরা টেট্রাসপারমা। এ জাতের গাছ এখন বিশ্বজুড়েই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে গাছটি পাওয়া যায়।




Leave a Reply

Your email address will not be published.