সমাজের আলো : ১৭ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা আর ৭৮টি ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার ২২ লক্ষ মানুষের আশা-আকাক্সক্ষা আর স্বপ্নকে মননে ধারণ করে ভোটাররা নির্বাচিত করবেন তাদের প্রিয় ব্যক্তিকে। জেলার নির্বাচনী এলাকাকে ৭টি ওয়ার্ডকে ১২ভোটকেন্দ্রে ভাগ রকরা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে ১৬ ও ১৭ অক্টোবর মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় নির্বাচনী এলাকায় আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালনের নিয়োগ করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাতটি ওয়ার্ডে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল থেকে দায়িত্ব পালন করছেন।

তালা উপজেলা শিল্পকলা একাডেমি ভোটকেন্দ্রে (০১নং ওয়ার্ডে) দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল কুদ্দুস, কলারোয়া উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে (সাধারণ ওয়য়ার্ড ০২ ও ০৩) দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ কেন্দ্রে (সাধারণ ওয়ার্ড ০৩ ও ০৪) দায়িত্বে আছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, দেবহাটা উপজেলা সম্মেলন কক্ষে ভোটকেন্দ্রে (সাধারণ ওয়ার্ড ০৪) দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজহার আলী, কালিগঞ্জ উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে (সাধারণ ওয়ার্ড ০৪ ও ০৫) দায়িত্বে আছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ-জামান, আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও অফিসার্স ক্লাব ভোটকেন্দ্রে (সাধারণ ওয়ার্ড ০৬) দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন এবং শ্যামনগর উপজেলা পরিষদ হলরুম (নতুন ভবন) কেন্দ্রে (সাধারণ ওয়ার্ড ০৭) দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান।




Leave a Reply

Your email address will not be published.